Revolutionary democratic transformation towards socialism

বেগমগঞ্জে আটকে রেখে নারী নির্যাতনের ঘটনায় সিপিবি’র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

নোয়াখালীর বেগমগঞ্জে ২৫ দিন আটকে রেখে নৃশংসভাবে নারী নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ ৫ অক্টোবর ২০২০, সোমবার এক বিবৃতিতে সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম বলেন, সরকারের নিষ্ক্রিয়তায় সারাদেশে অব্যাহতভাবে নারী নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতা বৃদ্ধি পেয়েছে। প্রায় ২৫ দিন লোকালয়ে ঘরে আটকে রেখে সরকার দলীয় সন্ত্রাসীরা এক গৃহবধূকে বিবস্ত্র করে নৃশংসভাবে নির্যাতন করে। নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশ প্রশাসন তৎপর হয়। কিন্তু দীর্ঘদিন আটকে নির্যাতনের ঘটনায় পুলিশের কোনো তৎপরতা ছিল না। সারাদেশে এক নারী ধর্ষণ ও নিপীড়নের দেশে পরিণত হয়েছে। নেতৃবৃন্দ বেগমগঞ্জে নিপীড়িত নারীর নিরাপত্তা ও নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত দৃষ্টন্তমূলক শাস্তির দাবি করেন। নেতৃবৃন্দ সরকারের নিষ্ক্রিয়তা, প্রভাবশালীদের আশ্রয়ে-প্রশ্রয়ে ক্রমবর্ধমান নারী হত্যা, ধর্ষণ, নিপীড়ন ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার এবং সেই সাথে নারী ধর্ষক ও নিপীড়কদের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..