Revolutionary democratic transformation towards socialism

দিনাজপুরের বিরলে পাটকল শ্রমিক হত্যায় সিপিবি’র তীব্র নিন্দা হত্যাকারীর অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি

গতকাল ২৫ মার্চ কালরাত্রিতে স্বাধীনতার ৪৯ বর্ষপূর্তির প্রাক্কালে বকেয়া বেতন দাবির কারণে দিনাজপুর জেলার বিরল উপজেলার রুপালী জুট মিলের শ্রমিকদের উপর পুলিশের নির্বিচার গুলিতে সুরত আলী নামে একজন শ্রমিকের মৃত্যু ও ১৫ জন শ্রমিক আহত হওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম। নেতৃবৃন্দ বলেন, কাজ শেষে বেতন পাওয়ার অধিকার আইনগত অধিকার। করোনা মহাবিপর্যয়ে ফলে ১০ দিনের ছুটি শুরুর আগে শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে কারখানার মালিক সরকার দলের নেতা পুলিশ ডেকে তাদের দিয়ে গুলিয়ে চালিয়ে শ্রমিক হত্যা করে ফৌজদারি অপরাধ করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে কারখানার মালিককে গ্রেপ্তার ও বিচারের সম্মুখীন করতে সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে যে পুলিশরা এ হত্যাকাণ্ডের সাথে যুক্ত তাদেরও গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করার দাবি জানান। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ নিহত শ্রমিকের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা প্রদান ও ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান। নেতৃবৃন্দ নিহত ও আহত শ্রমিকদের পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..