Revolutionary democratic transformation towards socialism

বিদ্যুতের দাম বৃদ্ধিতে সিপিবি’র প্রতিবাদ গণবিরোধী সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার ডাক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম আজ ২৭ ফেব্রুয়ারি, এক বিবৃতিতে বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মন্ত্রী আমলাদের লুটপাট, সরকারের ভুলনীতি-দুর্নীতি ফলে বিদ্যুতের দাম বার বার বৃদ্ধি করা হচ্ছে। এতে জনজীবনের সঙ্কট তীব্রতর হচ্ছে। বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে শিল্পপণ্যের দাম, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়াসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাবে। যা মূল্যস্ফীতি বাড়িয়ে মানুষের ক্রয় ক্ষমতাকে হ্রাস করবে। এটা মরার উপর খড়ার ঘা। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। একই সাথে মূল্যবৃদ্ধির এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..