Revolutionary democratic transformation towards socialism

ব্লগার নীল হত্যাকান্ডে সিপিবি’র তীব্র নিন্দা ও ক্ষোভ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে ঢাকায় দিনের বেলায় বাসায় ঢুকে জবাই করে ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী নিলয় চক্রবর্র্তী নীল হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একের পর এক প্রগতিশীল মুক্তমনা লেখক-ব্লগারকে হত্যা করা হচ্ছে। সারাদেশে একের পর এক বর্বরোচিত হত্যাকান্ড চলছে। কিন্তু সরকার খুনীদের গ্রেপ্তার করে শাস্তি দিচ্ছে না। বিচারহীনতার ধারায় এখন দেশ চলছে। সরকার মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও মৌলবাদীদের প্রতিহত করতে কোন ব্যবস্থা গ্রহণ করছে না। রাষ্ট্রকে সাম্প্রদায়িক রেখে, মৌলবাদীদের ধরা- ছোঁয়ার বাইরে রেখে সরকার কার্যত মৌলবাদকে অপতৎপরতা চালানোর পথকে বহাল রাখতে সুযোগ করে দিচ্ছে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সকল হত্যা, হামলার বিরুদ্ধে জনগণের সর্বাত্মক আন্দোলনকে তীব্র করতে হবে। কোন কূটচালের ফাঁদে পা না দিয়ে, মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জামাত নিষিদ্ধ করাসহ সাম্প্রদায়িক সন্ত্রাসী শক্তিকে দমন করতে হবে। বার্তা প্রেরক চন্দন সিদ্ধান্ত

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..