Revolutionary democratic transformation towards socialism

শিল্পী নভেরা আহমেদের প্রয়াণে সিপিবি’র শোক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর এক বিবৃতিতে শিল্পী নভেরা আহমেদের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিল্পী নভেরা আহমেদ আধুনিক ভাস্কর্যশিল্পের অন্যতম পথিকৃৎ। ভাস্কর হামিদুর রহমানের সাথে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাথমিক নকশা প্রণয়নের কাজে আত্মনিয়োগ করেছিলেন। ১৯৬০ সালে তাঁর যে প্রথম ভাস্কর্য প্রদর্শনী হয়, সেটি ছিল তৎকালীন পাকিস্তানেও প্রথম ভাস্কর্য প্রদর্শনী। তাঁর কাজের স্বীকৃতি হিসেবে তিনি ‘একুশে’ পদক অর্জন করেছিলেন। এই মহান শিল্পীর প্রয়াণে জাতির এক অপূরণীয় ক্ষতি হলো। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ভাস্কর নভেরা আহমেদ চিন্তা-চেতনায় ছিলেন একজন প্রকৃত আধুনিক মানুষ। পশ্চাদপদ, পুরুষতান্ত্রিক সমাজের নানা বাধা অতিক্রম করে তিনি আত্মমর্যাদাসম্পন্ন একজন মানুষ হয়ে উঠেছিলেন। এজন্য তাঁকে পশ্চাদপদতা, পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে তীব্র লড়াই করতে হয়েছে। তিনি প্রচলিত সমাজ ভাঙার লড়াইয়ে ব্রতী ছিলেন। তাঁর স্বাধীনচেতা স্বভাব তাঁকে সমুন্নত মস্তকে দাঁড় করিয়েছিল সকল বিপরীত স্রোতের সামনে। বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারবর্গ ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বার্তা প্রেরক চন্দন সিদ্ধান্ত কেন্দ্রীয় দপ্তর বিভাগ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..