Revolutionary democratic transformation towards socialism

মহান মে দিবস উপলক্ষে শ্রমিকশ্রেণীর প্রতি সিপিবি’র শুভেচ্ছা শ্রমিকশ্রেণীর লড়াইকে তীব্র করতে হবে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকশ্রেণীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আগামীকাল ১ মে সারাদেশে লাল ঝান্ডা হাতে রাস্তায় নেমে আসার জন্য শ্রমিকশ্রেণীর প্রতি আহ্বান জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহান মে দিবসের বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন করে শপথ নিয়ে শ্রমিক শ্রেণীকে সকল প্রকার শোষণ-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তীব্র সংগ্রাম গড়ে তুলতে হবে। শ্রমিকশ্রেণীর লাল ঝান্ডা উর্দ্ধে তুলে ধরতে হবে। শ্রমিকশ্রেণীর লড়াইকে তীব্র করতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে বন্ধ কল-কারখানা চালু, গার্মেন্ট সহ সকল ক্ষেত্রের শ্রমিকদের শ্রমসময় ৮ ঘণ্টা, জাতীয় ন্যূনতম মজুরি ন্যূনতম ৮ হাজার টাকা নির্ধারণ, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, আইএলও কনভেনশন অনুযায়ী, শ্রম আইন সংশোধন করে যুগোপযোগী করতে হবে, পর্যায়ক্রমে শ্রমিকদের জন্য রেশন ও বাসস্থান, রানা প্লাজার নিহত-আহত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান, শ্রমিক হত্যাকান্ডের জন্য দায়ী রানা প্লাজা-তাজরিন ফ্যাশনস্সহ সকল মালিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ছাঁটাই-হামলা-মামলা-নির্যাতন বন্ধ করার দাবি জানান। মে দিবসের কর্মসূচিতে সিপিবি মহান মে দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতা-কর্মীরা সকাল ৯টায় কমরেড মণি সিংহ সড়কের মুক্তিভবনস্থ পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে সমবেত হবেন এবং শ্রমিক সমাবেশে অংশগ্রহণ করবেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খান গাজীপুরে, কমরেড সহিদুল্লাহ চৌধুরী কাঁচপুরে, সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ আশুলিয়ায়, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মণ্টু ঘোষ ও কমরেড জলি তালুকদার বাড্ডায়, কমরেড কাফি রতন ও কমরেড সাদেকুর রহমান শামীম তেজগাঁও-এ শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন। বার্তা প্রেরক চন্দন সিদ্ধান্ত কেন্দ্রীয় দপ্তর বিভাগ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..