Revolutionary democratic transformation towards socialism

সিপিবি'র পক্ষে আজ ১৬ই জানুয়ারির বৈঠকে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে


আজ ১৬ জানুয়ারি ২০২৫, দুপুর ১টা ২৯ মি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এর ফোনে নাম বিহীন খুদে বার্তা পাঠিয়ে, "আগামীকাল বিকাল চার ঘটিকায় ফরেন সার্ভিস একাডেমির বৈঠকে দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে, খসড়া ঘোষণাপত্র বিষয়ে আমাদের পর্যালোচনা উপস্থিত করতে বলা হয়। সাথে ঘোষণা পত্র পাঠানো হয়।"

আমরা জানতে পারি, বৈঠকটি আগামীকালের নয়, আজ ১৬ জানুয়ারি বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

সার্বিক বিবেচনায়, খুদে বার্তায় আমরা আমন্ত্রণকারীকে জানিয়েছি, "উল্লেখিত বিষয়ে পার্টিতে, আমাদের জোট বাম জোটে, এছাড়া স্বৈরাচার, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে ‘এতো অল্প সময়ে গুরুত্বপূর্ণ এসব কাজ সম্পন্ন করা বাস্তবসম্মত নয়’।”

সার্বিক বিবেচনায়, সিপিবি'র পক্ষে আজ ১৬ই জানুয়ারির বৈঠকে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..