Revolutionary democratic transformation towards socialism

এনসিটিবির সামনে আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলায় সিপিবি’র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে, রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা করে গুরুতর আহত করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। 

নেতৃবৃন্দ হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, নবম ও দশম শ্রেণির এক পাঠ্যপুস্তক থেকে `আদিবাসী' শব্দ সম্বলিত জুলাই গণঅভ্যুত্থানের একটি গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে আদিবাসী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে বর্বর হামলা চালায় ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক সংগঠন। এতে বেশ কয়েকজন আদিবাসী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। একইসাথে সেই বাদ দেওয়া গ্রাফিতি পুনরায় পাঠ্যপুস্তকে সংযুক্ত করতে হবে।

আদিবাসীদের ওপর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সকল বিবেকবান মানুষকে আদিবাসীদের পাশে দাঁড়ানোর জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..