সাইফুল ইসলাম সমীরবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির দ্বিতীয় সম্মেলন সমাপ্ত হয়েছে। সম্মেলনে সাইফুল ইসলাম সমীরকে সভাপতি ও মঞ্জুর মঈনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন জলি তালুকদার, জামশেদ আনোয়ার তপন, আক্তার হোসেন, হাসিনুর রহমান রুশো ও ত্রিদিব সাহা।
কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, আবু তাহের বকুল, শংকর আচার্য্য, মনীষা মজুমদার, হযরত আলী, মানবেন্দ্র দেব, জাহিদ হোসেন খান, আব্দুল কুদ্দুস, জনি আরাফ খান, মুর্শিকুল ইসলাম শিমুল, মোহাম্মদ গোফরান, বিকাশ সাহা, আরিফুল ইসলাম নাদিম,
মঞ্জুর মঈন গোলাম রাব্বী খান, ফিরোজ আলম মামুন, জাহিদ নগর, হাবিব হাসিবুর রহমান, কান্তা সরকার, হামিদুর রহমান ইকবাল।
গত ২২ আগস্ট ২০২৫ পুরানা পল্টনের মণি সিংহ সড়কে অনুষ্ঠিত সমাবেশের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়েছিল।
২৩ আগস্ট, শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবনের সোশ্যাল গার্ডেন মিলনায়তনে সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ৪১টি শাখা ও থানা কমিটির সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত ১৮৪ জন প্রতিনিধি কাউন্সিলে অংশগ্রহণ করেন। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ২৫ সদস্যের জেলা কমিটি ও সিপিবির আসন্ন ত্রয়োদশ কংগ্রেসের ১৯ জন প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।