Revolutionary democratic transformation towards socialism

সিপিবির সম্পাদক শ্রমিকনেতা কাজী রুহুল আমিনসহ গার্মেন্ট শ্রমিকদের ওপর পুলিশি হামলার বিচার দাবি


সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রর সাধারণ সম্পাদক টিইউসির কেন্দ্রীয় নেতা কাজী রুহুল আমিনসহ গার্মেন্ট শ্রমিকদের ওপর বর্বর পুলিশি হামলার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। 

আজ ১৩ আগস্ট ২০২৫, বুধবার পুুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সঞ্চালনা করেন প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান। এসময় বক্তব্য রাখেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সিপিবির কেন্দ্রীয় সংগঠক শ্রমিকনেতা সাদেকুর রহমান শামীম, শ্রমিকনেতা জালাল হাওলাদার।

style="text-align: justify;">  
নেতৃবৃন্দ বলেন, গাজীপুরের স্টাইল ক্রাফট ও ইয়াং ওয়ানস গার্মেন্ট শ্রমিকদের দীর্ঘদিনের পাওনা পরিশোধের দাবিতে আজ সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করলে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বর্বরভাবে হামলা চালায়। এই হামলায় শ্রমিকনেতা কাজী রুহুল আমিন, গাজীপুর জেলার সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, প্রচার সম্পাদক রমজান আলী, জেলা কমিটির সদস্য জাকির শরীফ, কারখানার শ্রমিক সুফিয়া বেগম, সালমা আক্তার, আমির হোসেন, ফজলুল হক, জুয়েল গাজী, ফরহাদ হোসেন, রুবেল মিয়া, আলমগীর হোসেন, জহুরুল ইসলাম, শামীম মিয়া, ইসমাইল

হোসেনসহ অন্তত ৩০ জন শ্রমিক গুরুতর আহত হন। আমরা এই হামলাকারী পুলিশ সদস্যদের বিচার চাই। 

নেতৃবৃন্দ আরও বলেন, যদি শ্রমিকদের পাওনা পরিশোধ না করা হয় তবে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। স্বৈরাচারি হাসিনা সরকার পুলিশ দিয়ে শ্রমিক আন্দোলন বন্ধ করার চেষ্টা করেছে বর্তমান অন্তর্বর্তী সরকারও একই পথে হাটছে। সরকার যেখানে চুক্তিভঙ্গ মালিকদের গ্রেফতার করে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়ার কথা- তখন শ্রমিকদের ওপরই বর্বর হামলা চালাচ্ছে রাষ্ট্রীয় বাহিনী। 

নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের ওপর হামলার বিচার ও ভুক্তভোগী শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধের জোর দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..