Revolutionary democratic transformation towards socialism

দুই দেশের বন্ধুত্ব আরও জোরদারের অঙ্গীকার


সমাজতান্ত্রিক ভিয়েতনামের মান্যবর রাষ্ট্রদূত মি. ন্যুয়েন মান কুঅং আজ ৫ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, সকালে পুরানা পল্টনস্থ পার্টির কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে আসেন এবং দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হন। সাক্ষাতে উভয়পক্ষ দুই দেশের জনগণের বন্ধুত্ব আগামী দিনে আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। বৈঠকে ভিয়েতনামের চলমান সমাজতান্ত্রিক বিনির্মাণ কর্মসূচির অভাবনীয় অগ্রগতির জন্য সিপিবি নেতৃবৃন্দ মান্যবর রাষ্ট্রদূতের মাধ্যমে ভিয়েতনামের জনগণ ও সে দেশের কমিউনিস্ট পার্টিকে অভিনন্দন জানান। 

সৌজন্য সাক্ষাতে ভিয়েতনামের মান্যবর রাষ্ট্রদূত সমাজতান্ত্রিক ভিয়েতনামের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে সিপিবি নেতৃবৃন্দকে অবহিত করেন। আলোচনাকালে ভিয়েতনাম রাষ্ট্রদূত বলেন, কোভিড মহামারীর চরম আঘাত স্বত্ত্বেও ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধি অসাধারণ গতিতে এগিয়ে চলছে। ভিয়েতনামের বৈদেশিক বাণিজ্য, পর্যটন শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন এবং কৃষিক্ষেত্রের অগ্রগতি আজ বর্তমান বিশ্বের উল্লেখযোগ্য উদাহরণ।

মান্যবর রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভিয়েতনাম বাংলাদেশের জনগণের পক্ষে ছিলো। ভিয়েতনাম সর্বদা বাংলাদেশের জনগণের সুখে-দুঃখে পক্ষে থাকতে আগ্রহী। তিনি বলেন, ভিয়েতনাম এশিয়া তথা বিশ্বকে যুদ্ধের ঝুঁকিমুক্ত রাখতে তথা শান্তির পক্ষে প্রতিজ্ঞাবদ্ধ।

মান্যবর রাষ্ট্রদূতের সাথে অনুষ্ঠিত বৈঠকে সিপিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ. এন. রাশেদা, শাহীন রহমান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাড. হাসান তারিক চৌধুরী।

বৈঠককালে সিপিবি সভাপতি ভিয়েতনামের মান্যবর রাষ্ট্রদূত এবং দূতাবাসের অন্যতম কূটনীতিক মি. নায়েম হাইক নককে সিপিবি কার্যালয়ে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশের জনগণের সাথে ভিয়েতনামের জনগণ ও পার্টির ঐতিহাসিক এবং ঐতিহ্যগত বন্ধুত্ব রয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্রাজ্যবাদবিরোধী নানা সংগ্রামে বাংলাদেশের জনগণের সাথে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি ও জনগণ ছিলেন।

সিপিবি নেতৃবৃন্দ তাদের আলোচনায় বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার আজ বিরাট সংকটের মুখোমুখি। সিপিবি তার দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামে অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে বদ্ধ পরিকর। সিপিবি নেতৃবৃন্দ বলেন, নানা দেশি-বিদেশি শক্তি আজ বাংলাদেশ তথা গোটা এশিয়া মহাদেশকে অস্থিতিশীল করতে তৎপর। সাম্রাজ্যবাদী ও প্রতিক্রিয়াশীল শক্তির এই অপতৎপরতা সম্পর্কে সকলকে সর্তক থাকতে হবে। 

বৈঠক শেষে ভিয়েতনামের রাষ্ট্রদূত সিপিবি নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন এবং পরষ্পরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..