রুটি-রুজি, ভাত-কাপড়, ভোট-গণতন্ত্রের দাবিতে সংগ্রামকে এগিয়ে নিতে সিপিবি আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২২, বুধবার দেশব্যাপী ‘দাম কমাও, জান বাঁচও দিবস’ পালনের কর্মসূচি ঘোষণা করেছে। ঐ দিন পাড়া-মহল্লায়, গ্রামে-গ্রামে, হাটে-বাজারে সভা-সমাবেশ-পথসভা-হাটসভা-মিছিল ইত্যাদির কর্মসূচির মাধ্যমে এই দিবসটি পালন করা হবে।
Login to comment..