আজ
শনিবার বিকাল ৬টায় সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেস প্রস্তুতি কমিটির
সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান
কমরেড অধ্যাপক ডা. আবু সাইদ এবং সঞ্চালনা করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক
সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ
সম্পাদক কমরেড মিহির ঘোষ। সভায়
উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ, বিভিন্ন
উপ-পরিষদের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্য এবং সিপিবির কেন্দ্রীয়
কমিটির সদস্যগণ।
সভায় সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড
রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশের রাজনৈতিক গুরুত্বপূর্ণ সময়ে সিপিবি তার
ত্রয়োদশ কংগ্রেস আয়োজন করতে যাচ্ছে। এই সময়ে রাজনৈতিক ও সাংগঠনিক
কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পার্টিকে
সাংগঠনিকভাবে আরও শৃঙ্খলিত করে আমাদের লড়াইকে তীব্রতর করতে হবে।’
তিনি
আরও বলেন, সিপিবির আসন্ন ত্রয়োদশ কংগ্রেস দেশের গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক
জনতার সামনে রাজনৈতিক দিশা হাজির করবে। বাংলাদেশ একটি ক্রান্তিকাল পার
করছে। এই সময়ে বামপন্থী ও গণতান্ত্রিক রাজনৈতিক
শক্তির নেতৃত্বে দেশপ্রেমিক
জনতার ঐক্য ও জাগরণ গড়ে তুলতে হবে।
সভায় বিভিন্ন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ আলোচনা করেন।
সভায়
ত্রয়োদশ কংগ্রেসের প্রস্তুতি কার্যক্রমকে সুসংহত করার জন্য নানা সাংগঠনিক
পরিকল্পনা গ্রহণ এবং সারাদেশে পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড জোরদারের আহ্বান
জানানো হয়।