Revolutionary democratic transformation towards socialism

ডাকসুর সাবেক ভিপি খেলাঘরের চেয়ারপার্সন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও বীর মুক্তিযোদ্ধা মাহফুজা খানমের মৃত্যুতে সিপিবির শোক


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সভাপতি কমরেড মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে ডাকসুর সাবেক ভিপি, খেলাঘরের চেয়ারপার্সন, প্রখ্যাত শিক্ষাবিদ, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা, নারীনেত্রী, মুক্তিযোদ্ধা মাহফুজা খানমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, দেশের শিক্ষা, সংস্কৃতি ও প্রগতিশীল আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র প্রফেসর মাহফুজা খানম আজ ১২ আগস্ট সকালে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়েছেন। তিনি ছিলেন ডাকসুর প্রথম ও একমাত্র নারী ভিপি, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি এবং খেলাঘর আসরের চেয়ারপার্সন। শিক্ষা ও সমাজ পরিবর্তনের সংগ্রামে তাঁর অবদান অনন্য।

১৯৪৬ সালের ১৪ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণকারী মাহফুজা খানম শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৬৬-৬৭ সালের ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেন। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া পেশাজীবী নারী সমাজ, মানিকগঞ্জ সমিতি, বিশ্ব শিক্ষক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তিনি একুশে পদকে ভূষিত হয়েছিলেন।

সিপিবি নেতৃবৃন্দ বলেন, প্রগতিশীল আন্দোলন, শিশু-কিশোরদের মুক্তচিন্তার বিকাশ এবং শিক্ষা-সংস্কৃতির অগ্রযাত্রায় মাহফুজা খানমের অবদান স্মরণীয় হয়ে থাকবে। পার্টির শুভানুধ্যায়ী হিসেবে বিভিন্ন সময়ে তাঁর অবদান আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। তাঁর মৃত্যুতে দেশ এক সৎ, নির্ভীক ও নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তাঁর পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..