Revolutionary democratic transformation towards socialism

মোহাম্মদ শাহ আলম সভাপতি, রুহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক, মিহির ঘোষ সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত


কমরেড মোহাম্মদ শাহ আলম
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভায় কমরেড মোহাম্মদ শাহ আলম সভাপতি, কমরেড রুহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক এবং কমরেড মিহির ঘোষ সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ৬ সদস্যের সভাপতিমণ্ডলী (প্রেসিডিয়াম) নির্বাচন করা হয়েছে। 

সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক ছাড়াও সভাপতিমণ্ডলী (প্রেসিডিয়াম) এর অন্যান্য সদস্যরা হলেন, কমরেড শামসুজ্জামান সেলিম, কমরেড

কমরেড রুহিন হোসেন প্রিন্স
শাহীন রহমান ও কমরেড অধ্যাপক এ এন. রাশেদা।

আজ ৪ মার্চ ২০২২, সকাল ১০ টায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে, সিপিবির দ্বাদশ কংগ্রেস এ নির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।

উল্লেখ্য, সিপিবির দ্বাদশ কংগ্রেসে (জাতীয় সম্মেলন) প্রতিনিধিদের গোপন ভোটে ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয় । গঠনতন্ত্রের বিধান অনুযায়ী কেন্দ্রীয় কমিটির প্রথম

কমরেড মিহির ঘোষ
সভায় নেতৃত্ব নির্বাচন করা হয়।

সভায় আগামী ৬ মার্চ যথাযথ মর্যাদায় পার্টির ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন-এর কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় পার্টির দ্বাদশ কংগ্রেস সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। 

সভায় দু:শাসন হটানো, ব্যবস্থা বদলানো এবং বাম বিকল্প গড়ে তোলার সংগ্রাম জোরদার করতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় ।



Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..