ধনী আর গরিবের জন্য দুই ঢাকা নীতি আর চলবে না শ্রমজীবী মানুষের নাগরিক হিস্যা বুঝে নিতে কাস্তে মার্কায় ভোট দিন

Posted: 15 জানুয়ারী, 2020

### কালসীর পথসভায় সিপিবি’র মেয়র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত কাস্তে মার্কার মেয়র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক (রুবেল) আজ ১৫ জানুয়ারি, বুধবার, বিকেলে সিরামিক ফ্যাক্টরীর সামনে অনুষ্ঠিত পথ সভায় বলেছেন, ধনী আর গরিবের জন্য দুই ঢাকা নীতি আর চলবে না, শ্রমজীবী মানুষের নাগরিক হিস্যা বুঝে নিতে কাস্তে মার্কায় ভোট দিন। ঢাকা শহরের গরিব-মধ্যবিত্ত ৯৫%’র জন্য নাগরিক সুবিধা বঞ্চিত। কারণ ক্ষমতাসীনরা এতদিন ধরে দুই ঢাকা নীতিতে কাজ করেছে। বড়লোকের জন্য এক ধরনের ব্যবস্থা, গরিবের জন্য আরেক ধরনের ব্যাবস্থা। একদিকে ভিআইপি রোড আরেক দিকে রিকসা-বস্তি-হকার উচ্ছেদ। মিরপুর কালসী এলাকায় জিএসএস দেয়াল দিয়ে আটকে দিয়েছে। নিম্ন আয়ের সাধারণ মানুষ সেখানে দুঃসহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। গ্যাস-পানি নেই। অনেকটা ছিট মহলের মতো দিন কাটাচ্ছে। কিন্তু দেখার কেউ নেই। বিগত সময়ে মেয়ররা শুধু মিথ্যা আশ্বাস দিয়েছেন। কার্যত কিছুই করেননি। দুই কোটি মানুষের ঢাকা শহরে বিত্তবানদের জন্য সকল সুযোগ-সুবিধা বিদ্যমান। কিন্তু ঢাকার ৯৫% মূল জনগোষ্ঠী হল গরিব-মধ্যবিত্ত। তাদের জন্য ঢাকা শহরে বসবাস দুঃসহ হয়ে পড়েছে। যানজট, জলাবদ্ধতা, দূর্বল পয়ঃনিষ্কাশন, মশা, ভাঙ্গা রাস্তা, অপরিকল্পিত গণপরিবহন, অপর্যাপ্ত খেলাধূলা, বিনোদন সব মিলিয়ে এক বিপর্যস্ত পরিস্থিতি। প্রতিবছর সিটি কর্পোরেশনের বাজেট বাড়ছে। কিন্তু জনগণের সেবার মান কমছে। মশা নিধনের ক্ষেত্রে চরম অব্যবস্থাপনা ঢাকার মানুষ এবছর প্রত্যক্ষ করেছে। তিনি আরো বলেন, আমরা ভোটারদের কাছে গিয়ে কথা বলছি, গণসংযোগ করছি। তাঁদের মধ্যে নির্বিঘ্নে ভোট দিতে পারা নিয়ে সংশয় রয়েছে। এ সংশয় দূর করার জন্য নির্বাচন কমিশনকেই পদক্ষেপ নিতে হবে। যদিও সাধারণ ভোটররা সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। তাঁরা বড় দুই দলের বিকল্প চায় বলেই বড়লোকের বড় মার্কা ফেলে কাস্তে মার্কাকে সমর্থন দিচ্ছে। জনগণ জেনে গেছে যে, তাঁদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বঞ্চনা থেকে মুক্তি নেই। একারণে শ্রমজীবী সাধারণ মানুষ দৃঢ় সংকল্প নিয়ে কাস্তে মার্কার পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। আজ ১৫ জানুয়ারি পূরবী সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে মিরপুর সাড়ে এগারো বাসস্ট্যান্ড, কালসী, মিরপুর ১২ নম্বর, সিরামিক ফ্যাক্টরির মোড়, পল্লবী, কালাপানি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। সমাবেশে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ডা. রফিকুল ইমলাম, সিপিবি মগবাজারের কেন্দ্রীয় নেতা জাহিদ হোসেন খান, সিপিবি নেতা আসলাম খান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সিপিবি পল্লবী থানার নেতা বিপ্লব আল মাহমুদ প্রমুখ। এছাড়া আজ মোহাম্মাদপুর বাসস্ট্যান্ড-কৃষি মার্কেট এলাকায় কাস্তে মার্কার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কমরেড আহসান হাবিব লাবলু, শংকর আচার্য প্রমূখ। তেজগাঁও নাবিস্কো মোড়ে কাস্তে মার্কার গণসংযোগ শেষে পথসভায় বক্তব্য রাখেন শ্রমিকনেতা সাদেকুর রহমান শামীম, শহীদুল ইসলাম প্রমুখ। মগবাজার এলাকায় গণসংযোগ করেন মস্তান শেখ, জহিরুল ইসলাম প্রমুখ।