কাফি রতনের নির্বাচনী পথসভায় কমরেড সেলিম গরিব মানুষের স্বার্থ রক্ষায় কাফি রতনকে নির্বাচিত করতে হবে

Posted: 11 এপ্রিল, 2015

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বর্তমানে ঢাকা বসবাসের অযোগ্য শহরে পরিণত হয়েছে। সংখ্যালঘিষ্ঠ ধনীদের জন্য বিলাসের নানা সুযোগ-সুবিধা থাকলেও, সংখ্যাগরিষ্ঠ গরিবের ন্যূনতম নাগরিক সুবিধা নেই। সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থকে অগ্রাহ্য করে কোন উন্নয়ন সম্ভব নয়। গরিব মানুষের জন্য বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে হবে। তাই গরিব মানুষের স্বার্থ রক্ষায় কাফি রতনকে হাতী মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আজ ১১ এপ্রিল সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বাসযোগ্য ঢাকা আন্দোলনের প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন)-এর নির্বাচনী প্রচারাভিযানকালে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় আরো বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন), ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডা. মনিরুল আহসান জুয়েল, জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আসাদ, আহসান হাবিব লাবলু, আসলাম খান, জলি তালুকদার, সাদেকুর রহমান শামীম প্রমুখ। প্রচারাভিযান রায়েরবাজার কমিউনিটি সেন্টার থেকে শুরু হয় এবং রায়েরবাজার পৌরবাজার, শেরে বাংলা রোডসহ ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রচারাভিযান চলে। কমরেড সেলিম আরো বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে লুটপাটের রাজনীতির বিরুদ্ধে রায় প্রদান করতে হবে। কালো টাকার খপ্পর থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে। একই সাথে বিকল্প রাজনীতির উত্থান ঘটাতে হবে। গণমানুষের পক্ষের রাজনীতিকে অগ্রসর করে নিতে হবে। কাফি রতন বলেন, নির্বাচন আমাদের কাছে আন্দোলনের অংশ। বাসযোগ্য ঢাকা আন্দোলনকে বেগবান করতে সকলের ভোট, সমর্থন, সহযোগিতা প্রত্যাশা করি। তিলোত্তমা ঢাকার নাম করে ধনী মানুষের স্বার্থে ঢাকাকে গড়ে তোলা নয়, গরিব মানুষের নাগরিক অধিকার বাস্তবায়নের ঢাকা গড়ে তুলতে চাই। গরিব মানুষের স্বার্থে কাজ করে যেতে চাই। বার্তা প্রেরক খান আসাদুজ্জামান মাসুম সমন্বয়ক, মিডিয়া সেল