ফুলবাড়ীর শহীদদের প্রতি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সিপিবি’র শ্রদ্ধা নিবেদন

Posted: 26 আগস্ট, 2025

দিনাজপুরের ফুলবাড়ীতে জমি-জলা-পরিবেশ-মানুষ রক্ষার দাবিতে ২০০৬ সালের ২৬ আগস্ট অভ্যুত্থানের শহীদ আমিন, সালেকীন, তরিকুল স্মরণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পক্ষ থেকে আজ ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, সকাল সাড়ে ১০টায়, ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।   

এ সময় উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান, সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সভাপতি সাইফুল ইসলাম সমীর, খান আসাদুজ্জামান মাসুম, নুরুল ইসলাম গাজী প্রমুখ।