Revolutionary democratic transformation towards socialism

সিপিবি’র সাবেক সভাপতি, আজীবন বিপ্লবী কমরেড মণি সিংহের ৩৩তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন


বাংলাদেশের কমিউনিস্ট পার্র্টি (সিপিবি)’র সাবেক সভাপতি, ব্রিটিশবিরোধী আন্দোলনের আন্দোলনের সৈনিক, টঙ্ক আন্দোলনের মহানায়ক, শ্রমিক-কৃষক মেহনতি মানুষের মুক্তির আন্দোলনের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা কমরেড মণি সিংহের ৩৩তম মৃত্যুবার্ষিকী  নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। 

আজ ৩১ ডিসেম্বর ২০২৩, রবিবার সকালে ঢাকার পোস্তাগোলা শ্মশানঘাটে কমরেড মণি সিংহের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম-এর নেতৃত্বে কমরেড মণি সিংহ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

এসময় কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য পরেশ কর, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুর রহমান, সদস্য আব্দুল্লাহ ক্বাফী রতন, সদস্য ও ঢাকা মহানগর (উত্তর)-এর সাধারণ সম্পাদক লুনা নূর, কেন্দ্রীয় কমিটির সংগঠক জাহিদ হোসেন খান। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, সুত্রাপুর থানা কমিটি, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কমরেড মণি সিংহের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত

আলোচনায় সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম বলেন, কমরেড মণি সিংহ আজীবন মেহনতি মানুষের মুক্তির আন্দোলন করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, বর্তমান সরকার একতরফাভাবে নির্বাচন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে। সিপিবি দেশের মানুষের সাথে আছে। দেশের মানুষের মতামতকে তোয়াক্কা না করে সরকার যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছে তা জনগণ মেনে নেবে না।

সিপিবি সুত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিকাশ সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর, ঢাকা দক্ষিণের মঞ্জুর মঈন, গোলাম রাব্বী খান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল,  দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক শামসুল আলম।

কমরেড মণি সিংহের ৩৩তম প্রয়াণ দিবসে ঢাকা ছাড়াও তাঁর জন্মস্থান নেত্রকোণা জেলার দুর্গাপুরে দিনব্যাপী আলোচনা সভা, র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির উদ্যোগেও কমরেড মণি সিংহের প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..