Revolutionary democratic transformation towards socialism

আগামী ২০ জানুয়ারি শুক্রবার ঢাকায় সিপিবি’র সমাবেশ ও লাল পতাকা মিছিল

আগামী ২০ জানুয়ারি ২০২৩, পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মহাসমাবেশে বোমা হামলা ও হত্যাকাণ্ডের ২২তম বার্ষিকী। এ উপলক্ষে ঢাকার শাহবাগে আগামী ২০ জানুয়ারি, শুক্রবার, দুপুর ২.৩০টায় সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে দেশবাসীর প্রতি দুঃশাসন, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা এবং পল্টন মহাসমাবেশে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের কর্মসূচিতে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান।

উল্লেখ্য, ২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে সিপিবি’র লাখো মানুষের মহাসমাবেশে বোমা হামলা চালায় প্রতিক্রিয়াশীল ঘাতক চক্র। এই হামলায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সিপিবি নেতা কমরেড হিমাংশু মণ্ডল, খুলনা জেলার রূপসা উপজেলার সিপিবি নেতা ও দাদা ম্যাচ ফ্যাক্টরীর শ্রমিক নেতা কমরেড আব্দুল মজিদ, ঢাকার ডেমরা থানার লতিফ বাওয়ানি জুটমিলের শ্রমিক নেতা কমরেড আবুল হাসেম ও মাদারীপুরের কমরেড মোক্তার হোসেন ঘটনাস্থলেই এবং খুলনা বিএল কলেজের ছাত্র ইউনিয়ন নেতা কমরেড বিপ্রদাস রায় আহত হয়ে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে ওই বছরেই ২ ফেব্রুয়ারি শহীদের মৃত্যুবরণ করেন। বোমা হামলায় শতাধিক কমরেড আহত হন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..