Revolutionary democratic transformation towards socialism

৭ জুলাইয়ের হরতালের সমর্থনে বাম জোটের কেন্দ্রীয় প্রচার অভিযান


জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে, সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে এবং জনদুর্ভোগের বাজেটের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আহূত আগামী ৭ জুলাই ২০১৯, রবিবার, দেশব্যাপী অর্ধদিবস (৬টা-২টা) হরতাল সফল করতে আজ ৩ জুলাই কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগরের গুলিস্তান, মতিঝিল, শান্তিনগর, মালিবাগ, খিলগাঁও, মগবাজার, তেজগাঁও শিল্প এলাকা, কাওরান বাজার, মহাখালী, মিরপুর এলাকায় ট্রাকযোগে প্রচার অভিযান চালানো হয়েছে। সকাল ১১টায় পুরানা পল্টনে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রচার অভিযান শুরু হয়। এসময় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোশাররফ হোসেন নান্নু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)’র নেতা মানস নন্দী, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল

হক এবং গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। এসময় আরও উপস্থিত ছিলেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সভাপতিম-লীর সদস্য আবদুল্লাহ ক্বাফি রতন, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, বাসদ (মার্কসবাদী)’র নেতা ফখরুদ্দিন কবির আতিক প্রমুখ। নেতৃবৃন্দ নগরীর গুলিস্তান, পল্টন ও হাইকোর্ট এলাকায় হরতালের প্রচারে গণসংযোগ করেন। এসময় সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে হরতালের কর্মসূচিকে স্বাগত জানায় এবং আন্দোলনে শরিক হওয়ার প্রত্যয় ব্যক্ত করে। এছাড়া আজ স্থানীয়ভাবে সারাদেশে থানা ও উপজেলায় বাম গণতান্ত্রিক জোটভুক্ত দলসমূহের স্থানীয় কর্মী-নেতৃবৃন্দ হরতালের প্রচার অভিযান পরিচালনা করেছে। আগামীকালের কর্মসূচি আগামীকাল কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বেলা ১১টায় বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রা অনুষ্ঠিত হবে। প্রেসক্লাব থেকে গাবতলী পর্যন্ত হরতালের সমর্থনে এই পদযাত্রা কর্মসূচিতে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..