Revolutionary democratic transformation towards socialism

শাহজাহান বাচ্চু হত্যাকাণ্ডের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ বিচারহীনতা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে গেছে


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেছেন, দেশে একের পর এক হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে। কিন্তু সরকার নির্বিকার। কোনো হত্যাকা-েরই সুষ্ঠু বিচার হচ্ছে না। এভাবে বিচারহীনতা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে গেছে। সিপিবির মুন্সীগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, কবি ও প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যাকাণ্ডের প্রতিবাদে সিপিবি আয়োজিত বিক্ষোভ-সমাবেশে সভাপতির বক্তব্যে মো. শাহ আলম এসব কথা বলেন। আজ ১২ জুন শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভ-সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন ও ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল। প্রকাশ্যে শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক আরও বলেন, দেশে এখন মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। সন্ত্রাসীদের দমন করার পরিবর্তে সরকার সন্ত্রাসীদের লালন করছে। পাশাপাশি রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। শাহজাহান বাচ্চুর হত্যাকাণ্ড দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিশীল অবস্থা তুলে ধরেছে। সমাবেশে কমরেড চন্দন বলেন, মুন্সীগঞ্জে কমিউনিস্ট পার্টিকে অগ্রসর করতে শাহাজাহান বাচ্চু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি প্রগতিশীল সাহিত্যচর্চা ও প্রকাশনার মাধ্যমে মুক্তচিন্তার আন্দোলনে সক্রিয় ছিলেন। মুক্তমনের এই মানুষের আদর্শিক দৃঢ়তা হয়তো সন্ত্রাসীরা সহ্য করতে পারেনি। সন্ত্রাসের বিরুদ্ধে, প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে, সন্ত্রাস দমনে সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সমাবেশ থেকে অবিলম্বে খুনীদের গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়। সমাবেশ শেষে শাহজান বাচ্চু হত্যাকা-ের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..