Revolutionary democratic transformation towards socialism

পানির মূল্য বৃদ্ধি ও মিঠা পানির দেশে পানি নিয়ে ডাকাতি বন্ধের আহ্বান সিপিবির


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৩০ মে ২০২৪ প্রদত্ত এক বিবৃতিতে জনমত উপেক্ষা করে, সাধারণ জনগণের আর্থিক দুঃসময়ে ঢাকা ওয়াসার অযৌক্তিক পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে অবিলম্বে এই পথ থেকে সরে আসা ও কম দামে সব এলাকায় পরিস্কার পানি সরবরাহের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে, অন্যদিকে মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ সময় ঢাকা ওয়াসা পানির দাম বাড়ালে এই পথ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ও পানি ব্যবসায়ীরা পানির দাম বাড়াতে থাকবে। যা জনজীবনকে আরও কঠিন করে তুলবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “কোনো প্রকার গণশুনানি ও যৌক্তিক কারণ ছাড়া ঢাকা ওয়াসা গত ১৬ বছরে ১৬ বার পানির দাম বাড়িয়েছে। এই পথ ধরে চট্টগ্রাম ও খুলনা ওয়াসাও পানির দাম বাড়িয়ে চলেছে। অথচ এ সময় তারা সবার জন্য খাবার পানি সরবরাহে ব্যর্থ হয়েছে।

আমাদের দেশ মিঠা পানির দেশ। সঙ্গত কারণে বিনামূল্যে খাবার পানি পাওয়ার অধিকার এদেশের সব জনগণের। কিন্তু ক্ষমতাসীনরা তাদের নীতির কারণে সাধারণ মানুষকে আজ বোতলের পানি কিনে খেতে বাধ্য করছে। আগে প্রচলিত কথা ছিল, কোন কিছুকে কম দামে বা বিনা দামে বলতে গেলে বলা হত “পানির দামে”।

এখন সেটি আর নেই। এমনকি কোনো কোনো হোটেলে বিদেশি পানি ছাড়া দেওয়া হয় না। এই পানি আমদানিতে কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে। গ্রাম-গঞ্জে পর্যন্ত পানির ব্যবসা অন্যতম ব্যবসায় পরিণত হয়েছে। ঢাকা ওয়াসাসহ অন্য ওয়াসাগুলো সুরম্য ভবন নির্মাণ, বড় বড় অপ্রয়োজনীয় প্রজেক্ট নেওয়া, বিদেশ ভ্রমণ, অপচয়, অপ্রয়োজনীয় টাকা খরচ করেই চলেছে। সর্বত্র দুর্নীতির অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষমতাসীনরা কোনো ভূমিকা না নিয়ে, খরচ বাড়ছে বলে জনগণের কাঁধে পানির দাম বাড়িয়ে টাকা তুলে নিচ্ছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

বিবৃতিতে এসব ঘটনাকে পানি নিয়ে ডাকাতি উল্লেখ করে, মিঠা পানির দেশে পানি নিয়ে ডাকাতি বন্ধের আহ্বান জানানো হয়। বিবৃতিতে দুর্নীতিবাজদের শাস্তিসহ ঢাকা-খুলনা-চট্টগ্রাম ওয়াসাসহ সব জায়গায় ওয়াসার কাজের শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ ঢাকা ওয়াসাসহ সর্বত্র স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা ও এসব সেবামূলক খাত পরিচালনায় সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বিভিন্ন অঞ্চলে বিনামূল্যে খাবার পানি সরবরাহ, রাস্তার মোড়ে মোড়ে মেহনতি মানুষের জন্য খাবার পানি সরবরাহ, বুথ স্থাপন এবং বোতল ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের আহ্বান জানান। একইসাথে পানি আমদানি বন্ধেরও আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ নিজেদের অধিকার আদায়ে ও অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিবৃতির নেতৃবৃন্দ আরও বলেন, ঢাকা ওয়াসাসহ সরকার এই মূল্য বৃদ্ধির পথ থেকে সরে না এলে সভা-সমাবেশ-বিক্ষোভের মধ্য দিয়েই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রতিহত করা হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..