Revolutionary democratic transformation towards socialism

টংক আন্দোলনের জীবন্ত কিংবদন্তি কুমোদিনী হাজং-মৃত্যুতে সিপিবি’র শোক


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২৩ মার্চ ২০২৪ এক বিবৃতিতে টংক আন্দোলনের জীবন্ত কিংবদন্তি কুমোদিনী হাজং-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহান এই বিপ্লবী লড়াকু অসম সাহসী যোদ্ধার মৃত্যুতে জাতি নিপীড়িত মানুষের অধিকার আদায়ের এক অবিসংবাদিত মানুষকে হারালো। কুমুদিনী হাজং-এর মৃত্যুতে দেশের কৃষক-শ্রমিক আদিবাসী জনগোষ্ঠীর চলমান লড়াই সংগ্রামের এক অপূরণীয় ক্ষতি হলো।

বিবৃতিতে বলা হয়- কুমুদিনী হাজং ছিলেন কমরেড মণি সিংহের ঘনিষ্ঠ সহযোদ্ধা ও অনুসারী। ১৯৩৭ সালে কমরেড মণি সিংহের নেতৃত্বে নেত্রকোণার সুসং দূর্গাপুরে টংক প্রথা বাতিলের দাবিতে যখন দূর্বার আন্দোলন গড়ে ওঠে তখন থেকেই হাজং জনগোষ্ঠীর স্বার্থে সে আন্দোলনে সামিল হন। সেই থেকেই তার লড়াই শুরু। আমৃত্যু তিনি ঐ অঞ্চলের কৃষক, আদিবাসী মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে বিষয়ে তিনি সব সময় বলিষ্ঠ ভুমিকা রেখেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মানুষের মুক্তির সংগ্রামে সমাজতন্ত্রের প্রতি ছিলো তার প্রগাঢ় আস্থা, যার কারণে আদর্শিকভাবে তিনি ছিলেন আমাদের পার্টির একান্ত সুহৃদ।

বিবৃতিতে বলা হয়, তিনি ছিলেন বৃটিশ বিরোধী আন্দোলনের সেই লড়াকু প্রজন্মের শেষ কয়েকজন প্রতিনিধিদের একজন। তার মৃত্যুতে একটি অধ্যায়ের অবসান হলো।

একজন দেশপ্রেমিক, সাহসী এবং লড়াকু মানুষ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এদেশের প্রান্তিক জনগোষ্ঠি কৃষক সমাজ তার লড়াই সংগ্রামের ইতিহাসকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবার ও শুভ্যানুধায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আজ ২৩ মার্চ দুপুর দেড়টায় বার্ধক্যজনিত কারণে ১০৩ বছর বয়সে তিনি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..