Revolutionary democratic transformation towards socialism

দাম বেঁধে দিয়েও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারায় ক্ষোভ, বিদ্যুতের দাম কমানোর দাবি


বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার নানা কথা বলছে এমনকি পণ্যের দাম বেঁধেও দিয়েছে। কিন্তু এ বিষয়ে কার্যকর ভূমিকা না নেওয়ায় বাজার চলছে তার ইচ্ছামত।

মুক্তবাজারের নামে বাজার সিন্ডিকেটের গুটিকয়েক মানুষ, চাঁদাবাজ কমিশনভোগীদের পকেটে যাচ্ছে জনগণের টাকা। আর এসব হচ্ছে ক্ষমতাসীনদের প্রশ্রয়ে।

দেশে উৎপাদিত পণ্যের উৎপাদন খরচ কমানো, ‘উৎপাদক ও ক্রেতা সমবায় গড়ে তোলা’, রাষ্ট্রীয় উদ্যোগে আমদানিকৃত পণ্যের বাফার স্টক গড়ে তোলা, সারাদেশে সর্বজনীন রেশন ব্যবস্থা, ন্যায্য মূল্যের দোকান চালু করা ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। দক্ষ দুর্নীতিমুক্তভাবে এসব কাজ করতে হবে। 

মুক্তবাজারের ধারা থেকে বেরিয়ে আসতে হবে। যা এ সরকারের পক্ষে সম্ভব না। এর জন্য বাম গণতান্ত্রিক বিকল্প শক্তিকে ক্ষমতায় বসাতে হবে।

সভায় বলা হয়, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ধাপে ধাপে মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুতের উৎপাদন খরচ বাড়ার কথা বলে এই মূল্যবৃদ্ধির কথা বলা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে দায়মুক্তি দিয়ে, অহেতুক, অযৌক্তিক উৎপাদন খরচ বৃদ্ধির দায় জনগণের নয়। বিদ্যুৎ খাতে সরকারের গণবিরোধী পদক্ষেপের জন্যই এই অবস্থা সৃষ্টি হয়েছে। এর সাথে জড়িত নীতি প্রণেতা, দুর্নীতিবাজ ও কমিশনভোগীদের চিহ্নিত করে বিচার করতে হবে। 

বিদ্যুতের দাম না বাড়িয়ে আরও দাম কমানো এবং সারাদেশে নিরবচ্ছিন্নভাবেই বিদ্যুৎ সরবরাহের দাবিও জানানো হয় সভা থেকে।

সভায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার ও বিদ্যুৎ জ্বালানির দাম কমানোর দাবিতে আগামী ২০ মার্চ, বুধবার, সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজারের সামনে, ২৩ মার্চ, শনিবার, বিকাল ৪টায় মিরপুর ১০ নম্বর ও ২৪ মার্চ, রবিবার, সকাল ৯টায় শান্তিনগর বাজারের সামনে বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করা হয়।

আজ ১৭ মার্চ ২০২৪, রবিবার, সকাল ১০টায় সিপিবি কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগরের সমন্বয়ক তৈমুর আলম খান অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলী সদস্য নজরুল ইসলাম, বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর ও বাসদের নেতা খালেকুজ্জামান লিপন, সিপিবি নেতা ডা. সাজেদুল হক রুবেল, সাইফুল ইসলাম সমীর, মঞ্জুর মঈন, বাসদ (মার্কসবাদী)’র নেতা সীমা দত্ত, বিপ্লবী কমিউনিস্ট লীগের ইকবাল কবীর জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আমেনা আক্তার, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির রুবেল শিকদার প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..